প্রয়োজনে বেসরকারি অর্থায়নে রাঙামাটিতে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হবে : পবন চৌধুরী

প্রকাশঃ ১০ জুলাই, ২০২০ ০৯:১৮:১২ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০১:৩৫:২৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী চৌধুরী বলেছেন, যেভাবে বেসরকারি সহায়তায় রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু করা হয়েছে যদি সরকারি সহায়তা পাওয়া না যায়  একইভাবে  বেসরকারি সহায়তায় সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের কাজ করা হবে।

শুক্রবার বিকালে রাঙামাটি সার্কিট হাউজে কোভিড ১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায়  জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি মেডিকেল  কলেজের অধ্যক্ষ ডা: প্রীতি প্রসুন বড়–য়া, সিভিল সার্জন ডা: বিপাশ খীসা ছাড়াও সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সভায় দ্রুততম সময়ের মধ্যে রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শেষ করার নির্দেশ দেন সচিব।

সভায় লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা : অরবিন্দ চাকমা, বরকল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: মংক্যাচিং, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: সুই নি প্রু রোয়াজা, পিসিআর ল্যাব বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: শাইন তালুকদার, রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: রুইহলা অং মারমা, বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: রশ্মি চাকমা, জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক  ডা: অনন্য চাকমা, নানিয়াচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: নুয়েন খীসা ও কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: মাসুদ চৌধুরী তাদের সমস্যার কথা তোলে ধরে বক্তব্য রাখেন। 

সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্মকর্তারা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত জায়গা নেই, যন্ত্রপাতি ও  লোকবল সংকটসহ নানা সমস্যার কারনে দায়িত্ব পালনে বেগ পেতে হচ্ছে। করোনা রোগীদের সাথে দায়িত্ব পালন করা ডাক্তার ও নার্সদের আলাভাবে থাকার কোন ব্যবস্থা নেই। এছাড়া বেশীর ভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সংকট রয়েছে।

এসময় সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, চলতি মাসের শেষের দিকে রাঙামাটিতে পিসিআর ল্যাব এর কার্যক্রম শুরু হবে, তবে টেকনিশিয়ানসহ লোকবলের সংকট রয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতে রাঙামাটি মেডিকেল কলেজে নিয়োগকৃত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরনের অনুরোধ জানান।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions