কাপ্তাইয়ে মাদকসেবীকে ৭দিনের কারাদন্ড

প্রকাশঃ ১৯ জুন, ২০১৮ ০১:৩৪:৩২ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০৭:৪৩:৪০
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলার রেশম বাগান এলাকায় রুবেল নামে এক মাদকসেবীকে আজ সোমবার সকালে ভ্রাম্যমান আদালতে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

জানা যায়, কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকায় মদ পান করে মাতলামী করার অভিযোগে আজ সোমবার সকালে মো. জামাল উদ্দিনের পুত্র মো. রুবেলকে (২২) আটক করে পুলিশ। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক সেবন করে এলাকার শান্তি বিনষ্ট করে আসছিল।  
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল আমিন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে একই আইনের ২২(ঘ) ধারায় উক্ত মাদকসেবীকে  ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আগামীকাল তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।

এদিকে গত ২০দিনে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  মদ খেয়ে মাতলামি করার অভিযোগে ৪জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions