বারী মাতব্বর ফাউন্ডেশনের উদ্যেগে কাপ্তাইয়ে বিনামুল্যে ফলজ চারা বিতরণ

প্রকাশঃ ২৯ জুন, ২০২০ ১২:২৮:১৮ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৮:৫৪:৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মরহুম হাজী আব্দুল বারী মাতাব্বর ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর এর সহযোগিতায় কাপ্তাই উপজেলা থেকে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ফলজ চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার সকালে কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকায় বৃক্ষরোপণ ও বিনামূল্যে ফলজ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুছাইন চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ এর সম্পাদক ইব্রাহিম খলিল। এছাড়া আরো উপস্থিত ছিলেন  আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুর রহমান মানিক, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন, মাতব্বর ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, রাঙামাটি জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সুলতান মাহমুদ বাাপ্পা, সহ সভাপতি রুপন দাশ, সাংগঠনিক সম্পাদক মিসকাতুর রহমান, সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার সোমা, দপ্তর সম্পাদক নুর আলম, রাঙামাটি সরকারী কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সোহেল রানা।

কাপ্তাই উপজেলায় মরহুম হাজী আব্দুল বারী মাতাব্বর ফাউন্ডেশনএর পক্ষ থেকে ৪শ ফলজ গাছ বিতরণ করা হয়।
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions