জুরাছড়িতে জেলা পরিষদের চাল বিতরণ

প্রকাশঃ ০৮ এপ্রিল, ২০২০ ০৮:৩৯:৫৪ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০১:৫৯:৫৫
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতিতে রাঙামাটিতে কর্মহীন কেউ না খেয়ে থাকতে হবে না। রাঙামাটিতে দীপংকর তালুকদারের নেতৃত্বে দু:স্থ, শ্রমিক, কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য পৌছে দেওয়া হচ্ছে।

বুধবার জুরাছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের বরাদ্দকৃত খাদ্য-শস্য বিতরন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা একথা বলেন।

উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কান্তি চাকমা, জুরাছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, যুব লীগের সভাপতি রিকো চাকমা, ছাত্র লীগের সভাপতি জ্ঞান মিত্র চাকমাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অনুকুলে বিশেষ প্রকল্প কর্মসূচীর খাতে ২শ মেট্রিক টন বরাদ্দ হতে জুরাছড়ি উপজেলায় ১২ মেট্রিক টন চাল জুরাছড়ি,  বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে ১২শ পরিবারের মাঝে ১০ কেজি হারে বিতরণ করা হচ্ছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions