মানুষজনকে ঘরে রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন, ৪ জনকে অর্থ দন্ড

প্রকাশঃ ০৪ এপ্রিল, ২০২০ ০৮:২৮:২৭ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৩:৪৮:৪১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা মোকাবেলায় মানুষজনকে ঘরে রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। সকাল থেকে রাঙামাটিতে সরকারের বিধি নিষেধ অমান্যকারী বেশ কয়েকজনকে অর্থদন্ড দেয়া হয়েছে। সামাজিক দুরত্ব নিশ্চিতে বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে লোকজনকে ঘরে যেতে বাধ্য করছে রাঙামাটির জেলা প্রশাসন ও সেনাবাহিনী।

আজ শনিবার স্থানীয় হাটবার থাকলেও সরকারী নিষেধাজ্ঞার কারণে হাট বাজার গুলোতে লোক সমাগম তেমন ছিলো না। দুই একজন তাদের উৎপাদিত পন্য সামগ্রী নিয়ে বাজারে আসতে দেখা গেছে।

রিজার্ভ বাজার এলাকা আজ পরিদর্শন করেছেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে: কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি।

শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রাঙামাটির পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে মানুষজন ঘর থেকে তেমন বের হচ্ছে না। তবে বিভিন্ন পাড়া মহল্লায় লোকজন দাঁড়িয়ে খোঁশ গল্পে মজে থাকে। তবে প্রশাসনের গাড়ী আসতে দেখলেই তারা নিরবে সরে যাচ্ছে।

গতকাল বিকালে সেনাবাহিনী ও পুলিশ রিজার্ভ বাজার, তবলছড়ি ও ভেদভেদী এলাকায় কয়েকটি স্থানের খেলার মাঠে অভিযান পরিচালনা করেছে। আটক করেছে কয়েকজনকে। পরে স্থানীয়দের অনুরোধে পিতা মাতার জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions