খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশঃ ১৮ মার্চ, ২০২০ ১২:৪০:২০ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৩:৫৪:১৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পর্যায়ের প্রস্তুতি হিসেবে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন। বুধবার রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে এ ঘোষণা জারি করা হয়। এছাড়া জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।  

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে যার যার অবস্থান থেকে সর্তকতা অবলম্বন করার বিকল্প নেই। রাঙ্গামাটির সাজেক ও খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শনে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাগড়াছড়িতে পর্যটক আসছেন। পর্যটক ও স্থানীয়দের কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখতে নির্দেশনা জারি করা হয়েছে।

এদিকে, ভারত ফেরত এক নারী খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আসে। তার কাছ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। আইসোলেশন ওয়ার্ডে থাকা রোগীর স্বাস্থ্য পরিস্থিতি আগের তুলনায় ভালোর দিকে বলেও জানান তিনি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions