বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩২:৩০ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ১২:৪৮:০০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুল এর নতুন একাডেমী ভবনের উদ্বোধন ও বার্ষিক আন্তঃহাউস ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুুপুরে বান্দরবান শহরের বালাঘাটার বোমাং রাজা কে.এস প্রু আবাসিক এলাকায় বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে স্কুল এর নতুন একাডেমী ভবনের উদ্বোধন  করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এরপর পরই বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুল এর প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. হাবিবুল হাসান,বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ     বড়–য়া,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ শিবু কুমার ধরসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ,শিক্ষক শিক্ষিকা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে বার্ষিক আন্তঃহাউস ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions