বান্দরবানে আওয়ামীলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৫৫:৪৮ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৫:৪৫:৩৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলাটি দায়ের করে পুলিশ। এদিকে এই পর্যন্ত আওয়ামীলীগ নেতা হত্যার ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের আওয়ামীলীগ নেতার নাম বাচনু মারমা (৪৮)। তিনি বান্দরবানের রাজবিলার জামছড়ির ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।  এই ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন আরো পাঁচজন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ৮-১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করতে করতে জামছড়ির একটি চায়ের দোকানে প্রবেশ করে। এ সময় ওই দোকানে বসে থাকা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তার বুকে, পেটে ও পিঠে গুলি করে হত্যা করে।

এসময় একই দোকানে থাকা মংক্যচিং মারমা (২৫) ও ক্যপ্রুমং মারমা গুলিবিদ্ধ হন। দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা উচথোয়াই মারমা (৬০) ও হ্লামংসিং মারমাকে অন্য একটি দোকানের সামনে এবং আদাসী মারমাকে (৩৬) বৌদ্ধবিহারের সামনে গুলি করে আহত করে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions