খাগড়াছড়িতে নবীন পুলিশ সদস্যদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:১০:৫৮ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৯:২১:১৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল (ঞৎধরহবব জবপৎঁরঃ ঈড়হংঃধনষব) ৬ষ্ঠ ব্যাচ ২০২০ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার কুচকাওয়াজ মাঠে আয়োজিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মো. মহসিন হোসেন উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।

রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা রক্ষায় নবীন সৈনিকদের সজাগ থাকার আহ্বান জানিয়ে এ্যাডিশনাল আইজিপি বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবময় আত্মত্যাগ ধরে রাখতে পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার পালন করতে হবে। দেশের জনগণ যেতে পুলিশের প্রতি আস্থাশীল হতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।
 
নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান ও এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট অওরঙ্গজেব মাহবুব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions