বাঘাইছড়িতে বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ০৭:১৭:৪৪ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:৪২:৪৪
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রোববার সকালে  উপজেলা  পরিষদ মিলনায়তনে বেসরকারি এনজিও সংস্থা লিন প্রজেক্টের সহায়তায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন (২০১৯-২০২০)সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতুর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন  বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা গন,ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান  গন ও বেসরকারী এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমের কর্মীগন।

সভায় পুষ্টি কার্যক্রমে বাংলাদেশের জাতীয পরিকল্পনা  সম্পর্কে আলোচনা,  পুষ্টি উন্নয়নে বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটির গুরুত্ব,দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা(২০১৬-২০২৫)কার্যক্রম, উপজেলা পুষ্টি সমন্বয কমিটির কর্ম পরিধি কর্যক্রম, পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে বাজেট বিশ্লেষন সভা,উপজেলা পুষ্টি সমন্বয় পরিকল্পনা ও কমিটির উপর উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions