খাগড়াছড়িতে চলতি মাসে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২০ ০১:৪৪:৪৮ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০২:৫৮:০৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ঠান্ডা জনিত নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে চলতি মাসে ৬ শিশুর মৃত্যু হয়েছে। পাহাড়ে শীতের প্রকোপ অব্যাহত থাকায় প্রতিদিন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা।

খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ১০-১২ জন শিশু চিকিৎসা নিচ্ছে। শীতে শিশুর বাড়তি যত্নের পাশাপাশি আক্রান্ত শিশুদের  দ্রত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুসহ রোগী বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি শীত মৌসুমে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে ১২ শ রোগী চিকিৎসা নিয়েছে খাগড়াছড়ি সদর হাসপাতালে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরা জানা, ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের মধ্যে প্রত্যন্তাঞ্চলের রোগীই বেশী। হাসপাতালে আনতে দেরী হওয়ায় গুরুত্ব হয়ে ৬ নিউমোনিয়া আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে। ডায়রিয়া কিংবা নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর ক্ষেত্রে দ্রত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।    

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions