পার্বত্য আদিবাসী লেখক ফোরামের নতুন কমিটি

প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০১৯ ০৯:০৭:৫৭ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৬:০৬:৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। বিশিষ্ট কবি ও সাহিত্যিক মৃত্তিকা চাকমাকে সভাপতি এবং স্থানীয় বিএম কলেজের প্রভাষক আনন্দ জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। শুক্রবার অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনের শেষ অধিবেশেনে রাতে এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের শেষ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। সাবেক সভাপতি শিশির চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট লেখক প্রভাংশু ত্রিপুরা , শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চৌধুরী,লেখক ক্যাসামং মারমা, কবি ও সাহিত্যিক প্রগতি খীসা, খাগড়াছড়ির পুজগাং কলেজের অধ্যাপক স্মরণিকা চাকমাসহ অন্য লেখকরা অংশ নেন। নতুন কমিটি ঘোষণার পর অনুষ্ঠিত হয়েছে, কবিতা পাঠের আসর।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions