পার্বত্য আদিবাসী লেখক ফোরামের সম্মেলন কাল

প্রকাশঃ ০৫ ডিসেম্বর, ২০১৯ ০৬:৪১:৫৯ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৩:০২:৩৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সম্মেলন আজ (শুক্রবার)। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইন্সটিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে সকাল ১০টায়। সম্মেলন উদ্বোধন করবেন, চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। এ ফোরামর সাধারণ সম্পাদক আনন্দ জ্যোতি চাকমা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্মেলন অনুষ্ঠিত হবে দুই পর্বে। সকালে উদ্বোধনী পর্বে আরও উপস্থিত থাকবেন- বিশিষ্ট কবি ও সাংবাদিক হাসান হাফিজ, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চৌধুরী, লেখক প্রভাংশু ত্রিপুরা ও ক্যাসামং মারমা প্রমুখ। সম্মেলনে তিন পার্বত্য জেলার কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ব্যক্তিত্বরা যোগ দেবেন। বিকালে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে উন্মুক্ত আলোচনা, নতুন কমিটি ঘোষণা ও কবিতা পাঠের আসর।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions