বিলাইছড়িতে ফসলি জমিতে গরু প্রবেশ করা নিয়ে হামলায় ২ সহোদর নিহত

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০১৯ ১০:১৫:০৯ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৬:৩১:১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বিলাইছড়ির কতুকদিয়া পাড়ায়  জমিতে ডুকে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ২জন নিহত হয়েছে। নিহতরা হলো সহোদর ভাই দীপংকর তংচঙ্গ্যা (৩০) ও শ্রীকান্ত তংচঙ্গ্যা (২০)।

স্থানীয়রা জানিয়েছে, লক্ষীজয় মার্মার পালিত গরু সব সময় নিহত দীপংকরের জমিতে এসে ধান খেত, এটি নিয়ে ২ পরিবারের মাঝে বিরোধও চলে আসছিল। আজ বিকাল সাড়ে ৫ টার দিকে গরু আবারো ধানের জমিতে গেলে এটি নিয়ে উভয় পক্ষের মধ্যে বির্তক হয়, এর এক পর্যায়ে লক্ষীজয় মার্মার ধারালো অস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করে হামলা চালালে এতে ঘটনাস্থলেই আপন দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করে বিলাইছড়ি থানা পুলিশ। আহত দুই জনকে উদ্ধার করে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আহত ও নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী জানান, ওই গ্রামবাসীর মধ্যে দুই পক্ষের মারামারিতে ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন।
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions