রাঙামাটিতে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এমএন লারমার মৃত্যু বার্ষিকী পালন

প্রকাশঃ ১০ নভেম্বর, ২০১৯ ০৫:০৭:৪৫ | আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০২:৩৪:০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ ১০ নভেম্বর সাবেক সংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার মৃত্যু বার্ষিকী। ১৯৮৩ সালে এ দিনে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ভারত সীমান্তবর্তী এলাকায় তিনি বিভেদপন্থীদের  গুলিতে নিহত হন।

এ দিবসটি উপলক্ষে রাঙামাটিতে প্রভাত ফেরী, অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জল ও আকাশ প্রদীপ উত্তোলনের কর্মসূচি গ্রহণ করেছে জেএসএস সহ সহযোগী সংগঠনগুলো।

দিনটি উপলক্ষে রোববার সকাল ৮ টায় রাঙামাটি শিল্পকলা একাডেমী হতে প্রভাত ফেরী বের করা হয়। এ প্রভাত ফেরী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প ঘুরে এসে শিল্পকলা প্রাঙ্গনে এম এন লারমার অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পন করে।

এ সময় জেএসএস কেন্দ্রীয় সহ সভাপতি উষাতন তালুকদার, সদস্য গৌতম চাকমা, নিকোলাই পাংখোয়া, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, অধ্যাপক মংসানু চৌধুরী আলোচনা সভায় বক্তব্য রাখেন। এর আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এম এন লারমার অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন সর্বসাধারণ।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions