খাগড়াছড়িতে মাশরুম চাষীদের প্রশিক্ষণ

প্রকাশঃ ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০১:১৯:৩৫ | আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ ০৮:২৬:৫০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে মাশরুম চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা সদরের বানোক ট্রেনিং সেন্টারে মাশরুম চাষের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ি সদর, পানছড়ি, মহালছড়ি ও দীঘিনালা উপজেলা থেকে ৩০ জন চাষী অংশগ্রহণ করেন।

আশা খাগড়াছড়ি-রাঙামাটি জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মো. শমশের আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শ্যামানন্দ কু- ও মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের উপ-পরিচালক কৃষিবিদ ড. নিরদ চন্দ্র সরকার অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতা করেন।

দেশে মাশরুম চাষ সম্প্রসারণে প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি সহজ কিস্তিতে ঋণ সুবিধা প্রদানের আশ্বাস দেন সংশ্লিষ্টরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions