বান্দরবানে শৈল প্রপাত ঝর্ণায় পা পিছলে পড়ে এক কিশোর গুরুতর আহত

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৩৭:৩৮ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৯:৩১:৩৬
সিএইচটি টুডে ডট কম, বান্দবারবান। বান্দরবানের শৈল প্রপাত পর্যটন স্পটে ঝর্নায় পা  পিছলে পড়ে গিয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। তার নাম মোঃ হৃদয়।

জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে  শৈলপ্রপাত ঝর্নায় গোসলে গিয়ে পা পিছলে খাদে পড়ে যায়।মোঃ হৃদয় (১৪) তিনি মোঃ সত্তরের পুত্র। তার বাসা জেলা শহরের হাফেজ ঘোনা, ৮নং ওয়াডে। এদিকে ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের টহলরত একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দুপুর ২ টার দিকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত হ্রদয়কে আশংকা মুক্ত বলে জানান,তবে বাম পা ও কোমরে পাথরের চাপ লাগার কারণে অনেকটাই ব্যাথা পেয়েছে বলে জানান চিকিৎসক ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions