আলীকদমে বাবার সামনে টমটম কেড়ে নিলো সন্তানকে

প্রকাশঃ ০৪ অগাস্ট, ২০১৯ ১২:০৬:০৪ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৩:৪৫:৪৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  স্কুল থেকে বাড়ি ফেরার পথে টমটমের ধাক্কায় ১ম শ্রেণীর ছাত্র মো. মিজান উদ্দিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া এলাকার মো. আবুল হাসেম এর সন্তান।
 
রোববার (০৪ আগষ্ট) বেলা ১১টায় রেপারপাড়া এলাকায় লামা-আলীকদম সড়কে এই ঘটনা ঘটে। শিশুটি রেপারপাড়া আনন্দ স্কুলের ১ম শ্রেণীর ছাত্র। দুর্ঘটনার পরপর স্বজনরা শিশুটিকে পার্শ্ববর্তী লামা হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
শিশুর পিতা মো. আবুল হাসেম বলেন, তার সন্তান স্কুল থেকে ফিরছিল। বাড়ি ফেরার পথে রাস্তার অপরদিকে দোকানে আমাকে দেখতে পেয়ে রাস্তার ওপাশ হতে এপাড়ে আসলে গেলে বেপরোয়া গতিতে আসা ঘাতক টমটমটি তাকে প্রচন্ড জোরে ধাক্কা দেয়। আমার চোখের সামনে আমার সন্তানটিকে টমটম দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। এইটি দুর্ঘটনা নয় সরাসরি হত্যা ! পিতার সামনে সন্তান লাশ হওয়ার ঘটনা যে কত বড় কষ্টের তা বুঝানোর ভাষা আমার জানা নেই।
 
বেপরোয়া টমটম ড্রাইভারকে আইনের আওতায় আনতে দাবি জানিয়েছে এলাকাবাসী। টমটমের ড্রাইভার আব্দুল মালেক আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ড চিনারীপাড়া এলাকার বাসিন্দা। গাড়ী নং-২৯।
 
টমটমের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ বলেন, ঘাতক টমটম ও ড্রাইভার মালেক কে আইনের আওতায় আনা হবে।
 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions