আশ্রয় কেন্দ্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জেরিকেন বিতরণ

প্রকাশঃ ১০ জুলাই, ২০১৯ ১২:২৪:২২ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০১:৪৪:৩৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ভারি বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ মানুষের বিশুদ্ধ পানীয় জলের সুবিধা নিশ্চিত করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষথেকে পানির পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জেরিকেন বিতরণ করা হয়েছে। জেলা শহরের ৪টি আশ্রয় কেন্দ্র বুধবার সকালে  পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পানির জেরিকেন বিতরণ  করা হয়।

 খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের  উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষথেকে জানানো হয়েছে,জেলার ৯ উপজেলার জন্য ৪৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট  মওজুদ রাখা হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions