নাইক্ষ্যংছড়ি লেকে নিখোঁজ দুলাল বড়–য়ার মৃতদেহ ৭ ঘন্টা পর উদ্ধার

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০১৯ ০৯:৫২:০৫ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৭:০৪:০৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধূম ইউনিয়নের কচুবানিয়া গ্রামের ডাকভঙ্গা এলাকার দুলাল বড়য়া (১৭) নামে এক স্কুলছাত্র পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ৭ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। দুলাল বড়য়া উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এস,এস,সি পরীক্ষা সম্পন্ন করেন।

রোববার (১৪ এপ্রিল) দুপুর ২টায় নাইক্ষ্যংছড়ি পর্যটন উপবন লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় দুলাল বড়য়া। প্রাথমিকভাবে জানা যায় ,উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের ডাকভাঙ্গা এলাকার বিদু বড়–য়া প্রকাশ দিপুর একমাত্র ছেলে।

জানা যায়, বন্ধুদের সাথে ১লা বৈশাখের নবষর্ষের আনন্দ উৎসবে ভ্রমণ করতে নাইক্ষ্যংছড়ি পর্যটন উপবন লেকে আসে। লেকের পানিতে গোসল করতে গিয়ে দুলাল বড়–য়া নিখোঁজ হয়, তবে নিখোঁজ দুলাল বড়–য়া সাঁতার কাটতে জানে না বলে পরিবার সূত্রে জানা যায়।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে নিখোঁজ দুলাল বড়ুয়ার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে নববর্ষের শুরুতে স্কুলছাত্র পানিতে ডুবে মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions