লংগদুতে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় ‘এফসিবি ক্লাব’ চ্যাম্পিয়ন

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০১৯ ০১:৩৮:৫০ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৪:৫৫:১১
সিএইচটি টুডে ডট কম, লংগদু( রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলায় কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  রোববার, বিকালে লংগদু থানার মাঠে লংগদু এফসিবি ক্লাব বনাম লংগদু এ্যাথলেটিকোডি ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে লংগদু এফসিবি ক্লাব জয় লাভ করে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এক মাত্র গোলটি করেন, মোঃ এরশাদ আলী। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় এএস আই মহিউদ্দিন, সর্বোচ্ছ গোলদাতা মোঃ এরশাদ আলী এবং ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচন হয় মোঃ আবছার। এরা  সকলেই চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়। খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন, ঝন্টু কুমার চৌধুরী।

কমিউনিটি পুলিশিং ফোরাম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল বারেক সরকার, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।

শেষে অতিথিগণ টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলে খেলায়াড়দের হাতে মেডেল ট্রপি ও প্রাইজমানি তুলে দেন। এছাড়া ফুটবল টূর্ণামেন্ট আয়োজক কমিটির উদ্যোগে র‌্যাপেল ড্র’এর পুরস্কার প্রদান করা হয়। খেলা উপভোগ করতে থানার মাঠে  হাজারো দর্শকের সমাগম হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions