গণহত্যা দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৬ মার্চ, ২০১৯ ১২:৩৯:৪৯ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৪:১২:০০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম,অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মো:ইয়াছির আরাফাত,পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা.অংচালু প্রমুখ ।

সভায় বক্তারা বলেন,২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙালী জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানানদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে কাপুরুষের মত তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী আন্দোলনরত বাঙালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ২৫ মার্চের গণহত্যা শুধু এক রাতের হত্যাকান্ডই ছিলনা, এটা ছিল মূলত বিশ্ব সভ্যতার জন্য এক কলংকজনক জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions