বান্দরবানে আগুনে ১টি বরফ ফ্যাক্টরীসহ ৫টি বসত বাড়ি পুড়ে ছাই

প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী, ২০১৯ ০৫:৪৫:২৯ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৬:৪০:২৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান বাজারের বোটঘাটা এলাকায়  অগ্নিকান্ডে  একটি বরফ ফ্যাক্টরীসহ  ৫টি বসত বাড়ি  পুড়ে গেছে, শুক্রবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা  ঘটে।

স্থানীয়রা জানায়, ভোর রাতে  বিদ্যুতের তার থেকে আগুনের  সূত্রপাত  হয়েছে। এতে একটি  বরফ ফ্যাক্টরী এবং মোজাফফর সওদাগরের বাড়ি ও তার ৪ ভাড়াটিয়া খতিজা বেগম, মুন্নি, রাজু,আবদুল হাফেজ এর বাড়ি পুঁড়ে যায়।

ঘটনার  খবর পেয়ে  প্রায়  ঘন্টাব্যাপী  চেষ্ঠার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আগুন  নিয়ন্ত্রণে  আনে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশান কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন বলেন, শুক্রবার ভোর রাতে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক  শর্ট  সার্কিট  থেকে  আগুনের সূত্রপাত হয়েছে  বলে  ধারনা  করা  হচ্ছে। অগ্নিকান্ডে ১টি বরফ ফ্যাক্টরী ও  ৫টি বসত বাড়ি  পুড়ে গেছে ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions