প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় রাজবন বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠান করলেন এক বৃদ্ধা

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০১৯ ০৭:৪১:৪৩ | আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ ১২:০০:২৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা  ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থতা কামনায় রাঙামাটির রাজবন বিহারে সংঘদান অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দান, হাজার প্রদীপ দান করেছেন পিঙ্গলা চাকমা ত্রিপলীমা (৬৫) নামে এক বৃদ্ধা।

মঙ্গলবার সকাল ৭ টায় রাজবন বিহারের দেশনালয়ে পরিবার পরিজন নিয়ে এ বুদ্ধ ও বুদ্ধ ভিক্ষুর নিকট দান কার্যক্রম সম্পাদন করেন পিঙ্গলা।

পিঙ্গলা বলেন, তার স্বামী সুবীর দেওয়ান কৃষি বিভাগে চাকুরী করতেন। ১৯৯৯ সালে চাকুরী থেকে অবসর যাওয়ার পর পরিবারে অভাব অনটনের কারণে তার পেনশন বিক্রি করে সমস্ত টাকা তুলে নেন।

এ অবস্থায় মাস শেষে অবসরকালীন ভাতা পাওয়ার টাকা পাওয়ার পথ বন্ধ হয়। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর মানবিক বিবেচনায় এ ভাতা চালু করেন। গত এক বছরের প্রাপ্ত ভাতার একটি অংশ দিয়ে এ অনুষ্ঠান হয় বলে জানান  পিঙ্গলা।

ধর্ম অনুষ্ঠানে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের জ্ঞানপ্রিয় মহাস্থবির। দানকার্য শেষে বনভান্তের কাছে নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থতা কামনায় প্রার্থনা ও ভাবনা করেন পিঙ্গলা ও তার স্বজনরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions