খাগড়াছড়ি সড়ক বিভাগের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র প্রদান

প্রকাশঃ ০৪ জানুয়ারী, ২০১৯ ০৭:১৯:২২ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৩:০৩:১১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে “সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা” এই প্রতিপাদ্যটি ধারন করে শীতার্থদের পাশে দাড়িয়েছে সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ছোটগাছবান এলাকায় ১’শ ২৫টি গরিব অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শোয়েব আহমেদ।
এতে খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা,সহকারী প্রকৌশলী মো: সাহাব উদ্দিন,খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও বিভাগের কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

শীতার্থদের সাহার্য্যরে হাত বাড়িয়ে দিতে পেরে অনুষ্ঠানে খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সড়ক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পাহাড়ের অসহায় অবহেলিতদের কথা মাথায় রেখে তাদের সাহার্য্যে এগিয়ে আসতে পেরে তাদের কষ্ঠ কিছুটা হলেও লাগব হবে বলে মনে করছি। সে সাথে শীতে দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে দরিদ্র মানুষের পাশে দাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান তিনি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions