নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০১৮ ০১:১৩:২৩ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০২:২৫:৪১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। আজ ১৫ ডিসেম্বর। খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দিন।

পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যেগে শহরে একটি  বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউন হল চত্বরে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা প্রশাসক মো:শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার  মো: রইস উদ্দিন বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:আবুল হাশেম, সহকারী পুলিশ সুপার মো: রওনক আলম,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও  প্রথম পতাকা উত্তোলনকারী হাজী দোস্ত মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধারা দেশকে শত্রুমুক্ত করে তাদের দায়িত্ব তারা পালন করেছেন। নতুন প্রজন্মের দায়িত্ব হচ্ছে এ দেশটাকে গড়ে তোলা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া। মুক্তিযোদ্ধারা আতœ উৎসর্গ করেছিলেন সোনার বাংলা গড়ার জন্য,আমরা যদি যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করি তা হলে তাদের আতœা শান্তিপাবে। তাদের আত্বত্যাগের স্বার্থকতা অর্জিত হবে।

উল্লেখ্য যে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়ায় পাকবাহিনীকে হাটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। সারাদের মানুষের মত খাগড়াছড়ির পাহাড়ী বাঙ্গালী নির্বিশেষে মানুষ অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions