আচরণ বিধি লংঘনের দায়ে জাপা প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০১৮ ০১:১৫:২৪ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৩:৫৫:৪৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি ২৯৮ নং আসনে দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি ব্যাপক প্রচার প্রচার প্রচারনায় নেমেছে। উঠান বৈঠক, পথ সভার পাশাপাশি ভোটারদের মন জয় করতে দ্বারে দ্বারে ঘুরছেন। কূশল বিনিময়,কোলাকুলির পাশাপাশি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কি করবেন দিচ্ছেন সেই প্রতিশ্রুতি।

আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান  (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা জেলার মহালছড়ি ও সদর উপজেলায় আজ বুধবার প্রচারনা চালিয়েছেন। বিকেলে কলেজগেইট এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভা করেন।
বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম ধানের শীষের সমর্থনে জেলা শহরের কলাবাগান  ও মানিকছড়ি উপজেলায় প্রচারনা চালান। খালেদা জিয়ার মুক্তির জন্য ৩০ ডিসেম্বর ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

জাতীয় পার্টির প্রার্থী, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য  মো: সোলায়মান আলম শেঠ জেলার মাটিরাঙ্গার তবলছড়ি তাইন্দংসহ বিভিন্ন এলাকায় প্রচারনা চালান। মাটিরাঙ্গায় প্রচারনা চালানোর সময় নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions