রাঙামাটিতে ৫ দিন ব্যাপী নাট্য কর্মশালা সমাপ্ত

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০১৮ ০৬:১৩:৫৬ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৩:১৩:১৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট আয়োজিত ৫দিন ব্যাপী নাট্য কর্মশালা সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে। গত ৬ডিসেম্বর হতে ৫ দিন ব্যাপী এই নাট্য কর্মশালা শুরু হয়েছিল।কর্মশালার সমাপণী দিনে ‘সাম্য’ নামে একটি মিউজিক্যালফিজিক্যাল থিয়েটার প্রদর্শিত হয়। অনবদ্য এই পার ফারমেন্স এ অভিভূত হয় দর্শকরা।

৫ দিনের এই কর্মশালায় অংশগ্রহণকারী অভিনেতা নেত্রীদের অভিনয় দেখে শুভ কামনা প্রকাশ করেন রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক রুনেল চাকমা, কার্যকরি কমিটির সদস্য স্বপন ত্রিপুরা ও নির্দেশক আশিক সুমনসহ বিশিষ্ট নাট্যকার মৃত্রিকা চাকমা। সফল এই কর্মশালাটি পরিচালনা করেন গতি থিয়েটারের ঢাকার নাট্যকার ও দিকনির্দেশক আশিক সুমন। প্রশিক্ষক ও ডিজাইনার মনি পাহাড়ি এবং অভিনেতা আবদুল্লাহ আল- মামুন। উক্ত কর্মশালার বিভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়েরা অংশ গ্রহন করেন।

প্রশিক্ষণে আসা তরুণ তরুণীরা বলেন, এই ধরনের প্রশিক্ষণ করা হলে নাট্যজগতে আরো অগ্রসর হবে। তাই শিখার কোন শেষ নেই এবং শিখার কোন বয়স নেই। যে যত শিখবে সে তত জানতে পারবে। নাট্যজগতে শিখার অনেক কিছু রয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions