চ্যানেল আইয়ের ২০বছর পদাপর্ণে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশঃ ০১ অক্টোবর, ২০১৮ ১১:৫২:৩৩ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৬:৩৩:৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চ্যানেল আইয়ের ২০বছরে পদার্পণ উপলক্ষে রাঙামাটিতে ২দিনের কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা, আনন্দ র‌্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে সোমবার সকালে রাঙামাটিতে আয়োজিত আনন্দ র‌্যালীর উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কনফারেন্স হলে চ্যানেল আই রাঙামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর,  দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ শামসুল আলম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আল হক, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর, জার্নালিষ্ট নেটওয়ার্কের সাধারন সম্পাদক ফাতেমা জান্নাত মুমু,রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দীন, রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারন সম্পাদক মোঃ আবু সাদাৎ মোঃ সায়েম, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফারুক আহমেদ সাব্বির, মানবাধিকার পরিষদের সভাপতি অরুপ মুৎসুদ্দী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা চ্যানেল আইয়ের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। সভা শেষে অতিথিবৃন্দ অনুষ্ঠানে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে এবার রাঙামাটিতে ২দিনের কর্মসূচীর আয়োজন করা হয়।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions