মঙ্গলবার | ১৬ এপ্রিল, ২০২৪

এবার খাগড়াছড়িকে রেড জোন ঘোষণা, ৭ দিনে সংক্রমণের হার ১৫ শতাংশ

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২২ ০৯:০৩:৪১ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ০৩:৩১:২৩  |  ১৮৫২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। করোনার সংক্রমণ বিবেচনায় রাঙামাটির পর এবার রেড জোনে পাহাড়ী জেলা খাগড়াছড়ি। প্রতিদিন বাড়ছে করোনার লক্ষণ নিয়ে আক্রান্ত ব্যক্তিদের নমুনার সংখ্যা। সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় (বুধবার দুপুর ২ টা পর্যন্ত) খাগড়াছড়ি জেলায় ৬২ টি নমুনায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাড়িঁয়েছে ৩ হাজার ৩৭ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত বছরের অক্টোবর থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত খাগড়াছড়িতে সংক্রমণের হার ছিল এক শতাংশের নিচে। চলতি মাসের ১০ তারিখের পর সেটি বাড়তে শুরু করেছে। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ৫০ বেডের আইসোলেশন কর্ণার ও সেন্ট্রাল অক্সিজেনের পর্যাপ্ত মজুত রয়েছে। এ ছাড়া ৭ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭ বেডের আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সিলিন্ডার গ্যাসের ব্যবস্থা রয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, মৌসুমি ফ্লুর লক্ষণ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। একই সাথে বাড়ছে করোনার নমুনা সংগ্রহ। ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ডে ২ জন রোগী চিকিৎসাধীন। আক্রান্তদের জটিল কোন লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।
খাগড়াছড়ির অতিরিক্ত সিভিল সার্জন ডা. মিটন চাকমা জানান, গত ২৪ ঘন্টায় ৬২ জনের নমুনায় ২৩ জনের পজেটিভ এসেছে। হঠাৎ করে চলতি সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে। আক্রান্তদের মধ্যে কারো অমিক্রন শনাক্ত হয়েছে কিনা সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি। চলতি সপ্তাহে সংক্রমণের হার উর্ধ্বমুখী। এখন পর্যন্ত ১৫ শতাংশের উপরে সংক্রমণের হার। প্রতিদিন সেটি বাড়ছে।     

অন্যদিকে, খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মো. আলিম উল্লাহ জানান, ১১ দফার বিধি নিষেধ পালনে মাঠ পর্যায়ে তৎপর রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। প্রতিদিন বিনোদন কেন্দ্র, হোটেল, রেস্টুরেন্ট ও স্থানীয় হাট বাজারে স্বাস্থ্য বিধি পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। মাস্ক পরা সহ সামাজিক দূরত্ব মানাতে সর্তক করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৩ ও ১৪ জানুয়ারী ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলায় অনুষ্ঠিত পৌষ সংক্রান্তি মেলাকে ঘিরে সীমান্ত অঘোষিত ভাবে খুলে দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে হাজারও দর্শণার্থী খাগড়াছড়ির পানছড়ির দুদুকছড়া সীমান্ত দিয়ে মেলায় আসা যাওয়া করেন। ভারতের ত্রিপুরা রাজ্যে অমিক্রনের সংক্রমণ উর্ধ্বমুখী হলেও মেলা থেকে ঘুরে আসাদের কোন প্রকার কোয়ারেন্টিন বা নজরদারিতে আনতে পারেনি স্থানীয় প্রশাসন।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions