শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

নানিয়ারচরে ভাই ভাই ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২১ ০২:১৯:০২ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ১১:৫৪:৩৫  |  ৮৪১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচরে ইসলামপুর ভাই ভাই ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


নানিয়াচর সেনাবাহিনীর জোনের সহযোগিতায় আজ বিকালে ১৬তম ভাই ভাই ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ইসলামপুর মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার  লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।

এসময় জোন কমান্ডার বলেন, ব্যাক্তি জীবনে খেলাধুলার কোন বিকল্প নেই, খেলাধুলা মাদক থেকে দুরে রাখে শরীরকে সতেজ রাখে। খেলাধুলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পায়। আমরাও এক সময় পাড়ায় মহল্লায় খেলেছি, মেডেল জেতেছি সেগুলো স্মৃতি হিসাবে এখনো রেখে দিয়েছি।

তিনি আরো বলেন, খেলাধুলাসহ যে কোন সামাজিক কাজে সেনাবাহিনীর জনগণের পাশে থাকবে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান  মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশ, বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ নুরুল ইসলাম হাওলাদার, ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, বিশিষ্ট ঠিকাদার ও উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুজ্জামান হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ নুরুল আলম (নিজাম) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু জাফরের সঞ্চালনায় এবারের ফাইনালে সাপমারা স্পোর্টিং ক্লাব বি বনাম বন্ধু মহল ক্লাব মহালছড়ি অংশগ্রহণ করে।


সভাপতির বক্তব্যে নুরুল আলম বলেন, ছেলে বেলায় আমরা পাহাড়ি বাঙ্গালি মিলেমিশে খেলাধুলা করেছি। আমরা আন্তরিকভাবে সারাবছর খেলাধুলা করবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা ভাই ভাই ক্লাব গঠন করেছি। এছাড়া কোন সদস্য নেশা, মাদক সেবন, যৌতুক ও বাল্যবিবাহ করতে পারবে না এসব শর্তানুযায়ী আমরা এই ক্লাব প্রতিষ্ঠা করি। পাহাড়ি, বাঙ্গালী, হিন্দু,  বৌদ্ধ ও খৃষ্টানসহ সকল ধর্ম-বর্ণের লোকজন মিলে সম্প্রীতি বজায় রেখে খেলাধুলা করতে এই ক্লাব প্রতিষ্ঠা করেছি। আগামীতেও ভাই ভাই ক্লাবের আয়োজনে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

ফাইনাল খেলায় বন্ধু মহল ক্লাব (মহালছড়ি) ১-০ গোলে সাপমারা স্পোর্টিং (বি) ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এসময় সেরা গোলদাতা হিসেবে পুলিপাড়া স্পোটিং ক্লাবের ক্যাসাইপ্রু মারমা, সাপমারা ক্লাবের বিজয় কান্তি চাকমা সেরা খেলোয়াড় ও বন্ধু মহল ক্লাবের নজরুল ইসলাম নাইম সেরা গোল কিপার নির্বাচিত হন।

প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।

প্রসঙ্গত: গত ৮ই অক্টোবর নানিয়ারচর জোনের সার্বিক সহযোগিতায়  ইসলামপুর ভাই ভাই ক্লাবের আয়োজনে নানিয়ারচর, মহালছড়ি, কাউখালিসহ বিভিন্ন উপজেলা থেকে ৫৮টি দল নিয়ে নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।


স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions