বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ৪শত পিস ইয়াবাসহ এক নারী আটক

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২১ ১১:৩৩:১০ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:৫৩:৩৩  |  ৫৫০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে বান্দরবানের  নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের দিক-নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মোঃ আল আমিন ও এএসআই অলী উল্লাসহ সঙ্গীয় ফোর্স ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর আলুর মাঠ এলাকার পাকা রাস্তার সামনে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করে এসব ইয়াবা উদ্ধার এবং একজজনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত রোজিনা  আক্তার (১৭)  কক্সবাজার সদরের ঝিলিংজা ইউপির আব্দুল মতলবের কন্যা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন । তিনি আরো বলেন, মাদক ও সন্ত্রাসীদের  বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।   

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions