শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বান্দরবানে অসহায়দের পাশে সেনাবাহিনী

প্রকাশঃ ০৫ অক্টোবর, ২০২১ ০২:০৪:২৫ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১০:১৭:৫৪  |  ৪৩৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত  কয়েকজন  অসহায় ক্ষুদ্র নৃগোষ্টি ও বাঙালিরা আর্থিক সাহায্য, ঘর নির্মাণ, মেয়ের বিবাহ, লেখাপড়ার খরচ এবং চিকিৎসার নিমিত্তে আর্থিক সাহায্যের আবেদন দেন বান্দরবানের রিজিয়ন কমান্ডার এর কাছে।

আবেদনের প্রেক্ষিতে  বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জিএসও-২(ইন্ট) বান্দরবান রিজিয়ন উপস্থিত থেকে ৩৫ জনকে সর্বমোট ২লক্ষ ৪০হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় বান্দরবান  রিজিয়ন  এর বিভিন্ন কর্মকর্তা  এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালিসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে, আজকের এ সহায়তা তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাওয়ায় আশাবাদ ব্যক্ত করেন।      

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions