শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

শিক্ষকের করোনা সনাক্ত, বন্ধ ঘোষনা বিদ্যালয়

প্রকাশঃ ০৩ অক্টোবর, ২০২১ ০৯:২৭:৩৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:৪৬:৫৫  |  ৭৩৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের  নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের করোনা পজেটিভ হওয়াতে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা  শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা জানান, এক শিক্ষকের করেনা পজেটিভ রির্পোট পাওয়ায় আগামী ৯ অক্টোবর শনিবার পর্যন্ত বিদ্যালয়টি বন্ধ ঘোষনা এবং  বিদ্যালয়ের সকল শিক্ষককে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার  আরো বলেন, এখন পর্যন্ত আর কোনো শিক্ষক-শিক্ষার্থীর অসুস্থতার খবর পাইনি। আমরা যথাযথ স্বাস্থবিধি মেনে বিদ্যালয় পরিচালনায় বদ্ধপরিকর। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী রবিবার থেকে যথারীতি ক্লাস শুরু হবে। তিনি আরো জানান , করোনা আক্রান্ত  শিক্ষক হলেন ফাতেমাতুজ জুহুরা। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সকালে ওই শিক্ষিকার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই আমরা  তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ করার নির্দেশনা জারি করি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন বলেন, করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা  দেওয়ায় প্রথমে ২ শিক্ষক তাদের নমুনা পরীক্ষা করান, তাদের মধ্যে সকালে একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত শিক্ষকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর  আগামী ৯ তারিখ শনিবার পর্যন্ত এই ৭ দিন বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। বিদ্যালয়ের সকল শিক্ষকদের এইসময়টা  নিজ বাড়িতে অবস্থান ও শারীরিক কোন সমস্যা দেখা দিলে দ্রুত চিকিসকের শরানাপন্ন হতে বলা হয়েছে।

প্রসঙ্গত: তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  বর্তমানে ১০জন শিক্ষক এবং ৫০০জন ছাত্র-ছাত্রী রয়েছে।     

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions