শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল : পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

প্রকাশঃ ২৯ সেপ্টেম্বর, ২০২১ ০৮:০৩:১৮ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৪:৩৩:২০  |  ৬৬৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। দলমত বিভক্তির ঊর্ধ্বে থেকে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে।

২৯সেপ্টেম্বর (বুধবার) সকালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১৫কোটি ৪৯লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ৩১শয্যা হতে ৫০শয্যায় উন্নীতকরণ উপলক্ষে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী এইকথা বলেন।  এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, থানচিবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ভালোবাসেন। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আজ থানচি উপজেলাতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আতাউল গনি ওসমানীসহ প্রমুখ।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাত, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা, থানচি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যাগে প্রধানমন্ত্রীর উপহারের ১৫টি ঘর, ১কোটি টাকা ব্যয়ে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় ভবন ও ২কোটি ২৪লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫টি  উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions