মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪
আর্থিক লেনদেনের জেরে খুন করে মরদেহ গুম

খাগড়াছড়িতে আবুল বাসার হত্যাকান্ডের রহস্য উদঘাটন

প্রকাশঃ ০২ জুন, ২০২১ ০৭:০৮:০১ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০১:৫৭:৩২  |  ৮৫০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্লু লেস হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। বুধবার  সকালে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পুলিশ সুপার আব্দুল আজিজ বলেন, আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটির জের ধরে মো. আবুল বাশারকে হত্যা করা হয়। হত্যার পর আসামীরা মরদেহ গুম ও হত্যাকা-ে ব্যবহৃত আলামত জ¦ালিয়ে নষ্ট করে। এছাড়া হত্যার পর থেকে অভিনব কৌশল অবলম্বন করে। স্থানীয় তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে আসামীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা হত্যাকা-ে জড়িত থাকার দায় আদালতে স্বীকারও করে। আদালতের মাধ্যমে আসামী আব্দুল সালাম ও আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

গত শুক্রবার মাটিরাঙ্গার খেদাছড়া এলাকার বাড়ির পাশের পাহাড়ের ঢালুর নিচ থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মাটিরাঙ্গা থানায় নিহতের ভাই আবুল কালাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।  

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions