বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

রাঙামাটির কাপ্তাই-বিলাইছড়ি সড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

প্রকাশঃ ০৫ মে, ২০২১ ১২:৫৪:৪৪ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০২:০০:১৪  |  ৮৯৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন করছে সরকার। এ লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই-বিলাইছড়ি সড়ক উন্নয়নে ৩৩৮ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে একনেক।

মঙ্গলবার গণভবন হতে একনেক’এর ভার্চুয়ালি সভায় যোগ দিয়ে প্রকল্পটির অনুমোদন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

জানা গেছে, ৩৩৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার রাইখালী কারিগর পাড়া হতে আরেক দুর্গম উপজেলা বিলাইছড়ি সদর পর্যন্ত সড়ক উন্নয়ন ও ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ দুই উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এতে অর্থনৈতিক উন্নয়নে দ্রুত পাল্টে যাবে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান। প্রকল্পটির অনুমোদনের খবর পেয়ে এলাকায় জনমনে তৈরি হয়েছে খুশির জোয়ার।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions