শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

লামায় আলেমদের ঈদ উপহার প্রদান

প্রকাশঃ ০৩ মে, ২০২১ ০২:২১:২৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:৫৩:৪৯  |  ৬৩০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ও ইসলামিক ফাউন্ডেশন লামার তত্ত্বাবধানে লামা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ২৬৬জন আলেমকে ১০০০ টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (০৩ মে) বান্দরবানের লামা উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেয়া হয়।
 
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পার্র্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল,শেখ মাহাবুবুর রহমান সহ বিভিন ইউনিয়নের আলেমসহ প্রমুখ।
 
অনুষ্ঠানে লামা উপজেলার ৫টি ইউনিয়নের আলেমরা উপস্থিত ছিলেন এবং এসময় তাদের ১০০০ টাকা করে ঈদ উপহার প্রদান করা হয় এবং ধারাবাহিকভাবে আরো ২টি ইউনিয়নের আলেমদের মাঝে এই ঈদ উপহার তুলে দেয়া হবে বলে জানান লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তফা জামাল।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions