শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে নতুন করে ২জন করোনা পজেটিভ, ১জনের মৃত্যু

প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২১ ০৮:১৬:২৬ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৩:১৪:২৫  |  ১২৬২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে নতুন করে আরো ২জন করোনা আক্রান্ত হয়েছে, আজ মঙ্গলবার  রাঙামাটিতে নমুনা পরীক্ষা করেছেন ৩৪জন, এরমধ্যে ২জনের পজেটিভ আসে। আক্রান্ত ২জনই রাঙামাটি সদরের বাসিন্দা।

রাঙামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৪৩৩জন, সুস্থ্য হয়েছেন ১৩৪৭ জন। রাঙামাটিতে এপর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ৯,০৪৬জন  এরমধ্যে নেগেটিভ এসেছে ৭,৬১৩জনের।

রাঙামাটিতে আজ ২০ এপ্রিল একজনের মৃত্যুসহ মোট মারা গেছেন ১৭জন। আজ সকালে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মচারী আবুল কালাম (৬২) মৃত্যুবরন করেন। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোস্তফা কামাল জানান, আবুল কালামের রাঙামাটিতে করোনা পজিটিভ ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য পরিবার তাকে চট্টগ্রাম নিয়ে যায়, সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাঙামাটিতে আজ মঙ্গলবার পর্যন্ত প্রথম ডোজের করোনা টিকা দিয়েছেন ৩১,৯৯০জন এবং  করোনা দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৯,৩৪৬জন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions