শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

পাহাড় কাটার অপরাধে বান্দরবানে জরিমানা আদায়, এস্কেভেটের জব্দ

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২১ ০২:০০:৩৭ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০৩:১০:২৭  |  ৬৫৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান সদরের কালাঘাটা এলাকার আজুগুহা নামকস্থানে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে অভিযুক্ত কালাঘাটার বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনকে জরিমানা করেছে বান্দরবান জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের একটি টিম।

জানা যায়,দীর্ঘদিন ধরে বান্দরবানে একটি চক্র বিভিন্নস্থানে পাহাড় কাটছে এবং জনসাধারণের চলাচলে ধুলোবালিতে স্বাভাবিক জীবন বিঘ্ন ঘটাচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ১৮ এপ্রিল  (রোববার) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের একটি টিম সদরের কালাঘাটা এলাকার আজুগুহা নামকস্থানে অভিযান পরিচালনা করে। এসময় ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

অভিযানে এসময় পাহাড় কাটার অপরাধে বান্দরবানের ক্যাচিংঘাটা নতুন পাড়ার বাসিন্দা মো.ইয়াছিন’কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এই ধরনের পাহাড় কাটা কাজে আর যুক্ত না হতে নির্দেশনা দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

এসময় জরিমানা হিসেবে ৫০ হাজার টাকা আদায় করার পাশাপাশি ভ্রাম্যমান আদালত পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করে।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান,পাহাড় কাটা আইনগত অপরাধ। পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজন’কে জরিমানা করেছে,পাহাড় কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন সজাগ রয়েছে। জেলা প্রশাসক আরো জানান,অভিযোগ পেলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে এবং যারা বান্দরবানের পাহাড় ও প্রকৃতি নষ্ট করবে তাদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions