বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ সেবা সপ্তাহ পালন করছে বিআরটিএ
প্রকাশঃ ০২ মার্চ, ২০২১ ০৩:৪০:১৪
| আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২১ ০২:৩২:০৭
|

১৯১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটি বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহ পালন করছে। এ সেবা সপ্তাহ উপলক্ষে প্রতিদিন অফিস চলাকালীন গ্রাহকদের সেবা দিচ্ছেন বিআরটিএর কর্মকর্তা কর্মচারীরা।
গ্রাহকদের ভিড় সামাল দিতে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী অফিসের বারান্দায় সেবা সেন্টার খোলা হয়েছে। এখানে এসে প্রতিদিন গ্রাহকরা সেবা গ্রহণ করছে।
জেলা বিআরটিএর পরিদর্শক মো. শফিক উল ইসলাম বলেন, গত ২৮ ফেব্রুয়ারী ২০২১ খ্রি থেকে এ সেবা সপ্তাহ শুরু হয়। এটি আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে।
তিনি বলেন, এ সেবা সপ্তাহের মাধ্যমে গ্রাহকরা সংশ্লিষ্ট বিষয়ে তাদের সমস্যা আমাদের কাছে জানাতে পারবে। সে সমস্যা সমাধানের চেষ্টা করবে বিআরটিএ।