বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে মহান একুশে ফেব্রুয়ারি পালিত

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:০৪:০৮ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৮:২৬:০১  |  ৭৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ মহান একুশে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙামাটি জেলাবাসী। প্রথমে সরকারের পক্ষে রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামনুর রশীদ শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে একুশের অনুষ্ঠান মালা শুরু হয়।

পরে বীর মুক্তিযোদ্ধারা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও পরিষদের সদস্যবর্গ, রাঙামাটি জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মীর মোদ্্দাছ্ছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে ড. প্রকাশ কান্তি চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামীলীগের পক্ষে জেলা সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভা, জেলা বিএনপিসহ রাঙামাটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করেন।

শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পনের সাথে সাথে নেতৃবৃন্দরা শহীদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করেন।

সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মহিদ আবদুল আলী মঞ্চে অনুষ্ঠিত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions