বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

গুইমারায় দরিদ্রদের শীতের উষ্ণতা ছড়ালেন মংসুইপ্রু চৌধুরী অপু

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২১ ১২:৩০:০০ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০১:২৬:৪১  |  ৮৩১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু গুইমারা এলাকার এতিম শিক্ষার্থী ও দরিদ্রদের হাতে কম্বল তুলে দিয়ে শীতের উষ্ণতা ছড়িয়েছেন। শুক্রবার গুইমারা উপজেলার জালিয়াপাড়া দারুল উলুম এতিমখানা ও মাদ্রাসা,  হাতিমূড়া মাদ্রাসা এবং সিন্দুকছড়ি ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

এসময় পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলাব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় কমবেশি কম্বল দেয়া হবে। সেক্ষেত্রে প্রত্যন্ত ও দুর্গম এলাকাকেই বেশি প্রাধান্য দেয়া হচ্ছে।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পরিষদ সদস্য মেমং মারমা, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামলীগের সা: সম্পাদক বিশ্বজিত রায়দাশ, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সা: সম্পাদক অনন্ত ত্রিপুরা এবং পার্বত্য জেলা পলিষদ-এর জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions