বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

মহালছড়িতে 'খাদ্যের নিরাপদতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২১ ০৬:১৯:০৯ | আপডেটঃ ২৩ মার্চ, ২০২৪ ০৩:৫২:২৩  |  ৭৬৬

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের আয়োজনে ও মহালছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায়' খাদ্যের নিরাপদতা' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


১৩ জানুয়ারি বুধবার সকাল ১০ টার সময় মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।


মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ সাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহালছড়ির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) তাহমিনা আফরোজ ভূইয়া, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর, মেডিকেল অফিসার ডা. মোঃ আশরাফুল হোসাইন, খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব তালুকদার, মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্রুতি চাকমা, আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মোছাঃ শাহীনা আক্তার, সহকারি উপ যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বিপন,খাদ্য নিরাপত্তা পরিদর্শক সুরেশ চাকমা,কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, শিক্ষা কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম,উন্নয়ন বোর্ড কর্মকর্তা অংসুইচিং মারমা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সেমিনারে বক্তারা খাদ্যের নিরাপদতা, খাদ্যকে ভেজাল মুক্ত রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions