বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
বান্দরবানে বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

নিজেদের ভাগ্য উন্নয়নে আওয়ামীলীগের পতাকায় জড়ো হচ্ছে পাহাড়ের মানুষ : বীর বাহাদুর

প্রকাশঃ ০৬ জুলাই, ২০১৮ ১০:০৩:৩০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:২১:১৫  |  ১৮৯৬
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বান্দরবানের আলীকদম উপজেলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। শুক্রবার দুপুরে জেলার আলীকদম উপজেলার বাজার এলাকার বাজার  ব্যবসায়ি সমবায় সমিতির কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,মো:মোস্তফা জামালসহ স্থানীয় নেতারা।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক বিএনপির নেতাকর্মীরা ফুলের তোড়া গ্রহন করে এবং  আওয়ামীলীগে যোগদান করেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলেই সকলে সু:খে শান্তিতে বসবাস করছে। পাহাড়ে আজ কোন অশান্তি নেই। পাহাড়ের মানুষ আজ তাদের ভালো মন্দ বুঝতে পারছে আর নিজের ভাগ্য উন্নয়নে আওয়ামীলীগের পতাকায় জড়ো হচ্ছে। এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার,এই সরকারই গরীব দু:খী ও অসহায় মানুষের সেবার জন্য কাজ করছে। এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর সকল নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় উন্নয়ন কাজে অংশ নেয়ার আহবান জানান এবং সরকারের সম্পদ ও প্রকল্প বাস্তবায়নে সকলকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান ।

পাহাড়ের রাজনীতি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions