শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

নানিয়ারচরে নিরাপত্তাবাহিনীর সাথে গোলাগুলিতে ইউপিডিএফের চাঁদা কালেক্টর নিহত

প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০২০ ০৫:৪৯:১৬ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৬:২৪:২০  |  ৯৮০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ১৯ মাইল নামক এলাকায় সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে ইউপিডিএফের এক চাঁদা কালেক্টর নিহত হয়েছে। নিহতের নাম নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা (৩৫)

নিরাপত্তাবাহিনী সুত্রে জানা গেছে, নিহত নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা দীর্ঘদিন ধরে ১৮-১৯ মাইল এলাকায় ইউপিডিএফের হয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন মহল থেকে চাঁদা আদায় করত। এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে আজ চাঁদা আদায়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ১৯ মাইল এলাকায় অভিযুক্তকে ধরতে অভিযান চালাতে গেলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের উপর সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। এসময় সেনাবাহিনী পাল্টা গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা নিহত হয়েছে। এসময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নিরাপত্তাবাহিনী ১টি পিস্তল, ১টি এসএমজি ও ৬ রাউন্ড গুলি ও নগদ টাকা উদ্ধার করেছে।

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ রাঙামাটি পাঠানো হবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions