শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে মাস্ক না পরায় ১৫ জনকে ১৬০০ টাকা জরিমানা

প্রকাশঃ ০১ ডিসেম্বর, ২০২০ ১০:৩৩:১৬ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০১:৪০:১৬  |  ৬৪২
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। প্রশাসনের কঠোর অভিযানে বেশিরভাগ মানুষই বাড়ি থেকে বের হচ্ছেন মাস্ক নিয়ে। কিন্তু সেই মাস্কের স্থান মুখে না হয়ে হচ্ছে হাতে, পকেটে কিংবা মানিব্যাগে। অনেকে আবার গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে বের হলেও নিচ্ছেন না মাস্ক। বলা হয়ে থাকে জীবন বাঁচাতে মাস্কই এখন সঙ্গী, অথচ তাড়াহুড়োর নামে সমাজ এবং নিজের সঙ্গে প্রতারণা করছে অনেকেই।  

কাপ্তাইয়ের ওয়াগ্গা, বড়ইছড়ি সিএনজি স্টেশন এলাকায় মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র দেখা যায়। এসময় মাস্ক না পরার অপরাধে ১৫ মামলায় ১৫ জনকে ১৬ শ’ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান। এসময় ভ্রাম্যামাণ আদালতকে সহায়তা করেন ইউএনও কার্যালয়ের অফিস সুপার সিরাজুল ইসলাম। পরে ওই এলাকায় মাস্ক ও সাবান বিতরণ করেন ইউএনও মুনতাসির জাহান।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions