শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

মাস্ক না পরায় দীঘিনালায় পর্যটকসহ ২৭ জনকে জরিমানা

প্রকাশঃ ১৮ নভেম্বর, ২০২০ ০৯:৩৬:৫৮ | আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ ০৮:১৯:০১  |  ৯২৪
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। মাস্ক না পড়ার অপরাধে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ২৭ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ এই অভিযান পরিচালনে করে ২৭ জনকে মোট দু'হাজার ৯'শ টাকার অর্থদন্ড প্রদান করেন। এরমধ্যে ২০ জন পর্যটক ও ৭ জন স্থানীয় ব্যক্তি মাস্ক বিহীন ঘুরাফেরা করায় এই অর্থদন্ডের আওতায় আসে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ সবাইকে মাস্ক পরিধান করে চলাচল করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং নিয়মিত এই মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে নিশ্চিত করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions