বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

বান্দরবানে বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম এর ৮ম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশঃ ০১ জুলাই, ২০১৮ ১২:০৪:৫০ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০৮:১৬:৪২  |  ১৭৫২
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। পাহাড়ের সংবাদ সবার আগে বাংলানিউজে তুলে ধরা হচ্ছে বলে উল্লেখ করেছেন বান্দরবানের জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
রোববার (০১ জুলাই) বান্দরবান প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাবের সহযোগিতায় বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কম এর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  
এসময় তিনি আরো বলেন, সংবাদ বিনোদন সারাক্ষণ এ শ্লোগানকে সামনে রেখে দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ নিয়মিত পাঠকদের কাছে পৌছে দিচ্ছে সর্বশেষ সংবাদটি। দেশ বিদেশের সংবাদের পাশাপাশি পার্বত্যাঞ্চলের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যাসহ নানান ধরনের সংবাদ প্রচারে এ নিউজপোর্টাল সবার শীর্ষে। বাংলানিউজের জন্মদিনে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি।  
এর আগে প্রেসক্লাব চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর বান্দরবান জেলা প্রতিনিধি সাইফুল আলম বাবলু এর সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, বান্দরবান সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক বিপ্লব চক্রবর্তী, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জিটিভি প্রতিনিধি মোহাম্মদ ইসহাক, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি কৌশিক দাশ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন, চ্যানেল আই প্রতিনিধি মোঃ ইসমাইল হাসান, এসএ টিভির প্রতিনিধি উসিথোয়াই মারমা, ইন্ডিপেনন্ডেট টেলিভিশনের প্রতিনিধি মংখিং মারমা, সিপ্লাস টিভির প্রতিনিধি মিঠুন দাশ, বিজয় টিভি ও বাংলা টিভির প্রতিনিধি রিমন পালিত সহ প্রমুখ। এছাড়াও এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেন।

মিডিয়া |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions