শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়

প্রকাশঃ ০১ নভেম্বর, ২০২০ ০৫:১৯:৫২ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০৩:২৪:৩৭  |  ৮০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন সাংবাদিকতার যোগ্যতা সংক্রান্ত আইনের খসড়া সরকারের কাছে পাঠানো হয়েছে, আশা করা যাচ্ছে খুব শিগগিরই আইনটি পাস হবে,এটি হলে হলুদ সাংবাদিকতা অনেকাংশে কমে আসবে।

রোববার দুপুরে রাঙামাটি সার্কিট হাউজে প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এই কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,সাংবাদিকদের যোগ্যতা ও নিয়োগ সংক্রান্ত কোনো আইন না থাকায় সারাদেশে অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে, এতে করে প্রকৃত সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রেখে সাংবাদিকদের দেশের জন্য,এলাকার জন্য একসাথে কাজ করার আহ্বান জানান প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।

এসময় প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ছুপি উল্লাসহ রাঙামাটির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ।

সভাশেষে মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে রাঙামাটি প্রেসক্লাবের লাইব্রেরীর জন্য বই উপহার দেওয়া হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions